ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
হিলিতে ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার

হিলি(দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ একটি টিভিএস ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।

বুধবার (২১ অক্টোবর) সকালে এই উদ্ধার অভিযান চালানো হয়।


 
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ক্যাম্পের একটি টহল দল নওপাড়া গ্রামে ওৎপেতে থাকে। এ সময় চোরকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে সিজার লিস্টের মাধ্যমে ফেনসিডিলগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।