ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গৃহবধূ সিফাত হত্যা মামলায় শ্বশুর রমজানের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
গৃহবধূ সিফাত হত্যা মামলায় শ্বশুর রমজানের জামিন ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার আসামি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মনসুর আলম তার জামিনের আবেদন মঞ্জুর করেন।



দীর্ঘ ৮ মাস পলাতক থাকার পর বুধবার সকালে সিফাতের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান আদালতে আত্মসমপর্ন করেন।

অ্যাডভোকেট হামিদুল হক জানান, বুধবার সকালে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আত্মসমপর্ন করে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান। শুনানি শেষে বিচারক মনসুর আলম ১০ হাজার টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ মার্চ সন্ধ্যায় মহানগরীর মহিষবাথান এলাকার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে তার পুত্রবধূ আড়াই বছরের এক সন্তানের জননী ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার চার দিন পর সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

ওই মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলী, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলীকে আসামি করা হয়।

প্রথমে রাজপাড়া থানার উপপরির্দশক (এসআই) শরীফুল ইসলাম তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। রাজপাড়া থানা চাঞ্চল্যকর এই মামলায় তেমন কোন অগ্রগতি করতে না পারায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলাটি পরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়। সেখানেও মামলার অগ্রগতি না হওয়ায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে সম্প্রতি মামলাটি অতি সম্প্রতি সিআইডিতে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।