ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কোটি টাকার অবৈধ কারেন্টজাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
চাঁদপুরে কোটি টাকার অবৈধ কারেন্টজাল জব্দ

চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬ লাখ ২৪ হাজার ৮শ বর্গমিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকরা কারেন্টজাল গুলোর আনুমানিক মূল্য ১ কোটি ২৪লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।



মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টা থেকে আড়াই পর্যন্ত মেঘনা মোহনায় কোস্টগার্ডের টহল দল অভিযান চালায়।

এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-২, এমভি বনবন-৭, এমভি সম্রাট-২ লঞ্চ থেকে এসব কারেন্টজাল জব্দ করে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ড জেটিতে মৎস্য কর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে এসব কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বিভিন্ন লঞ্চে অভিযান চালানো হয়। জব্দকরা কারেন্টজালের আনুমানিক মূল্য ১ কোটি ২৪লাখ টাকা।

নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।