ফরিদপুর: ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা।
শাস্ত্রমতে, দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে এক থেকে ষোলো বছরের কোনো অবিবাহিত কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা শুরু হয়েছে। এবছর ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন বাগানবাড়ি পল্লির বাসিন্দা দন্ত চিকিৎসক ডা. গৌতম গোস্বামী ও হীরা গোস্বমী দম্পত্তির কন্যা গায়িত্রী গোস্বামী বৃষ্টিকে কুমারী পূজার জন্য নির্বাচন করা হয়েছে।
বৃষ্টি শহরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের গোয়ালচামট শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বৃষ্টির বয়স ৮ বছর। তাই শাস্ত্রমতে তার নামকরণ করা হয়েছে কুঞ্জিকা।
রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল থেকেই কুমারী পূজা দেখার জন্য নানা বয়সের সব ধর্মাবলম্বী নারী-পুরুষের ভিড় জমেছে।
রামকৃষ্ণ মিশন আশ্রমের কার্যনির্বাহী কমিটির সদস্য অরবিন্দ রায় বাংলানিউজকে বলেন, ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে চতুর্থ বছরের মতো কুমারী পূজার আয়োজন করা হচ্ছে। শাস্ত্রমতে, কুমারী নির্বাচন করে বয়স অনুযায়ী তাকে নাম দিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীজ্ঞানে পূজা করা হচ্ছে।
এজন্য নির্বাচিত কুমারীকে বিভিন্ন আচার- নিষ্ঠা মেনে চলতে হয়েছে বলেও জানান তিনি।
রামকৃষ্ণ মিশন আশ্রমে ভক্তদের ভিড় সামলাতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএ