ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা: নারায়ণজেরার শাহী মহল্লা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা শাহী মহল্লা এলাকায় বিল্লাল হোসেনের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

বিল্লাল স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করতো।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত ওই যুবকের ভাই মো. আলম বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জ পাগলা শাহী মহল্লা এলাকায় আমাদের বাসা। আমার ভাই একটি গাড়ির গ্যারেজে কাজ করতো। সকালে বাসার সামনে কে বা কারা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে আনা হলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।