ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সেবা পরিদফতরে পরিচালক নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫

ঢাকা: সেবা পরিদফতরের পরিচালকের শূন্য পদে নার্সিং কর্মকর্তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়াসহ কয়েকটি দাবি জানিয়েছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আনিছুর রহমান এ দাবি জানান।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ ও আইসিটি পুরস্কার পাওয়ায় এবং নার্স নিয়োগে বয়স সীমা ৩৬ বছরে শিথিল ও ১০ হাজার নতুন নার্স নিয়োগের ঘোষণায় জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে স্বানাপ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

স্বানাপের সদস্য সচিব বলেন, দীর্ঘ এক বছর ধরে সেবা পরিদফতরের পরিচালকের পদটি শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ এ পদটিতে কেউ না থাকায় প্রশাসনিক নানা জটিলতা দেখা দিয়েছে। যে কারণে সাধারণ নার্সদের মধ্যে মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অবিলম্বে সেবা পরিদফতরের শূন্য পদে নিয়োগ প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নার্স নিয়োগে প্রক্রিয়াধীন থাকা নিয়োগ বিধি অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কারণ নিয়োগ বিধি না থাকায় সব ধরণের নিয়োগ ও পদোন্নতি বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ, আগে নিয়োগ পাওয়া ডিপ্লোমা নার্সসহ দুই হাজার স্টাফ নার্সকে সিনিয়র স্টাফে পদায়ন করার দাবি জানান তিনি।

পাশাপাশি নার্সিং প্রশাসনের অধীনে উপ-সেবা তত্ত্বাবধায়ক ও জেলা পাবলিক হেলথ নার্স পদে স্বল্প সময়ের মধ্যে পদায়ন করা, এডহক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত সব সিনিয়র স্টাফ নার্সদের চাকরিতে নিয়মিত করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

নার্স নিয়োগে বয়স শিথিল করা ও নতুন করে ১০ হাজার নার্স নিয়োগে প্রধানমন্ত্রী ঘোষণায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনিছুর রহমান প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে নার্স নিয়োগের মাধ্যমে জনগণের দ্বারে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ও নার্সদের বেকার সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্বানাপের আহ্বায়ক সুমনা নাহার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা কমিটির সহ-সভাপতি খাদিজা বেগম ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিএইচ/এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।