কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সংলগ্ন সুজাতপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আমির হোসেন (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সুজাতপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আমির হোসেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বাংলানিউজকে বলেন, বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ