ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মানবপাচার বিরোধী কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
মেহেরপুরে মানবপাচার বিরোধী কর্মশালা

মেহেরপুর: মেহেরপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মানবপাচার বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে মানবপাচার প্রতিরোধ ও পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ডিরেক্টরি তৈরিকল্পে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।



কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।
 
তিনি বলেন, আমাদের দেশের অন্যতম আয়ের খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। কিন্তু অনেক ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীরা অশুভ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে।

সবচেয়ে  ভয়ানক ব্যাপার হচ্ছে, মানুষকে আজ পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। বুঝে-শুনে সঠিক মাধ্যম দিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন তিনি।
 
স্বাগত বক্তব্যে সংস্থার কার্যক্রম তুলে ধরেন আয়োজক সংস্থার পরিচালক জিল্লুর রহমান।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, আরিফ হোসেন, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো।

সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।