সাভার (ঢাকা): নিরপাদ সড়ক চাই দিবস-২০১৫ উপলক্ষে সাভারের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে সিআরপি’র রেডওয়ে হলে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এ সময় বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএম