ঢাকা: উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্তৃত্ব বাতিল, জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূনর্ববহালের দাবি জানিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সদস্য সচিব ফিরোজ খান এ দাবি জানান।
প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি এবং ২৬টি ক্যাডার অ্যাসোসিয়েশন ও ফাংশনাল সার্ভিসের সংগঠন বিসিএস সমন্বয় কমিটি।
ফিরোজ খান বলেন, ২৪ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৬ ক্যাডারের সমাবেশ হবে। এরমধ্যে সরকার এ দাবি মেনে না নিলে কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, বেতন স্কেল, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে যে জাতীয় স্কেল ঘোষণা করা হয়েছে তাতে কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসকসহ ২৬টি ক্যাডারের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতিতে আরও বাধার সৃষ্টি হয়েছে।
ফিরোজ বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ১৪ অক্টোবর উপজেলা পরিষদের ক্ষমতায়নের নামে যে ইউএনও’র একক কর্তৃত্ব প্রতিষ্ঠার অফিস আদেশ জারি করা হয়েছে। এতে প্রমাণিত হয় দেশ উপনিবেশিক শাসনের দিকে যাচ্ছে।
তিনি বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা অফিস আদেশে উপজেলা পরিষদকে কার্যকর করার নামে পেশাদার ও কারিগরিসহ উন্নয়নমুখী দফতরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন, প্রকল্পের অর্থ বরাদ্দ ও তদারকিসহ সব ক্ষেত্রে ইউএনও’র নিয়ন্ত্রণ আরোপের কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
এ আদেশের মাধ্যমে ইউএনও’কে ৯৮ শতাংশ ক্ষমতা দেওয়া হয়েছে। এতে দেশের উন্নয়নমুখী কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সব জায়গায় তাদের কর্তৃত্ব বজায় রাখছেন। সরকারের বিশেষ পদ হিসেবে চিহ্নিত উপসচিব থেকে তদর্ধ্ব পর্যায়ের সুপার নিউমারী পদ দেখিয়ে নির্ধারিত পদের চেয়ে অতিরিক্ত সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন। কিন্তু ২৬টি ক্যাডারের কর্মকর্তারা সুপার নিউমারী পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে ২৬টি ক্যাডারের কর্মকর্তাদের এ থেকে রক্ষা করতে জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড, টাইম স্কেল পূনর্ববহাল করে দ্রুত জাতীয় বেতন স্কেল ঘোষণারও জোর দাবি জানান।
একই সঙ্গে পেশাভিত্তিক ব্যবস্থা চালুরও দাবি জানান। ক্ষতিগ্রস্ত ২৬ ক্যাডারের সদস্যদের দাবি মেনে নেওয়ার জন্য প্রয়োজনে আইন সংশোধনেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সভাপতি খবির উদ্দিন আহমেদ ভূঁইয়া, প্রকৃচি কেন্দ্রীয় স্ট্রিয়ারিং কমিটির সচিব প্রকৌশলী আবদুস সবুর, কৃষিবিদ মোবারক আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএম/আরইউ