রাজশাহী: রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার ত্রীকোণ মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত তিথি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হয়।
কুমারী পূজায় অংশ নিতে মহানগরীর কুমারী কন্যাদের ঢল নামে ওই মন্দিরে। সকাল থেকেই কুমারীরা পূজা-অর্চনার জন্য অপেক্ষা করতে থাকে। পরে সকাল পৌনে ১০টার দিকে পূজা শুরু হলে কুমারীরা এতে অংশ নেয়।
কুমারী পূজার দেবীর আসনে বসানো হয় রাজশাহী মহানগরীর বিবি হিন্দু একাডেমি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী স্নিগ্ধা সরকার সেতুকে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন জানান, হিন্দু শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে থেকে। বর্ণিত রয়েছে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সব দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএস/এমজেএফ