ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ দাবি

ঢাকা: বাসের ভাড়া নির্ধারণে যেমন সরকারের এখতিয়ার রয়েছে, তেমনি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার দায়িত্বও সরকারের।
 
বুধবার দুপুরে (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণপরিবহনে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।


 
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নেতৃত্বে আটটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
 
এ সময় বক্তারা বলেন, আইনের তোয়াক্কা করে না গণপরিবহগুলোর মালিক ও শ্রমিকরা তাদের খেয়াল-খুশি মতো পরিবহন পরিচালনা করছে। তাদের যাত্রী হয়রানি ও নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারকে আইনানুগ কঠোর পদক্ষেপ নিতে হবে।
 
পরিবহন পরিচালনার ক্ষেত্রে যেসব আইন রয়েছে সেগুলো অত্যন্ত দুর্বল মন্তব্য করে তারা বলেন, এসব আইন বাস্তবায়নেও নেই কোনো কার্যকর উদ্যোগ। মালিক-শ্রমিকদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেওয়া হলে তারা ধর্মঘট-অবরোধ ডেকে যাত্রীদের জিম্মি ও হয়রানির মাধ্যমে সরকারের ওপর চাপ প্রয়োগ করে। এ বিষয়ে সরকারকে সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
বক্তারা আরও বলেন, রাজধানীসহ আশপাশের এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে সরকার নির্ধারিক বর্ধিত ভাড়ার চেয়ে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া আদায় করছে।
 
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পবা’র নির্বাহী মহাসচিব আব্দুস সোবহান, সমন্বয়ক আতিক মোর্শেদ, আইনের পাঠলশালার সভাপতি সুব্রত দাশ খোকন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট্রের মারুফ হোসেন প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিএইচ/এফবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।