মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে এক স্কুলছাত্রীর ধর্ষণকারী সামসুল কসাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে নারী নেত্রী নুরজাহান বেগমের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মহিষাখোলা গ্রামের আদম আলী, আহমেদ আলী, শাহিনুজ্জামান, টিপু মিয়া, কামরুজ্জামান বক্তব্য রাখেন।
নারী নেত্রী নুরজান বেগম জানান, এ উপজেলার মহিষাখোলা গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে একই গ্রামের তার বান্ধবীর বাবা সামসুল কসাই ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হয়। ধর্ষণের কারণে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে সামসুল কসাই জোরপূর্বক ছাত্রীটিকে একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায়।
এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ১০ অক্টোবর গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার ১০ দিন পার হলেও পুলিশ সামসুল কসাইকে গ্রেফতার করতে পারেনি। আসামি সামসুল প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার না করে পলাতক দাবি করছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ