গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় ওয়াহেদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনার পর গাইবান্ধা-সাদুল্যাপুর সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
বুধবার (২১ অক্টেবার) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খোলাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুল সদর উপজেলার খোলাবাড়ি এলাকার মৃত্যু মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পায়ে হেঁটে খোলাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন ওয়াহেদুল। এ সময় সাদুল্যাপুর থেকে গাইবান্ধাগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে দুপুর দেড়টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ