ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কলড্রপ ন্যূনতম পর্যায়ে রাখতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
কলড্রপ ন্যূনতম পর্যায়ে রাখতে হবে

ঢাকা: অপারেটরগুলোকে কলড্রপ ন্যূনতম পর্যায়ে রাখতে হবে বলে মনে করেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সুনীল কান্তি বোসের বিদায় উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

কলড্রপ শুধু বাংলাদেশে সমস্যা নয় জানিয়ে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান বলেন, এই সমস্যা পার্শ্ববর্তী দেশে আরও অনেক বেশি, সেখানে যেভাবে সমস্যা হচ্ছে তা বলার মত না। কলড্রপ শতভাগ চলে যাবে এটা ঠিক নয়। কলড্রপ ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।

কলড্রপের সমস্যা অনেকটা সমাধান হয়েছে উল্লেখ করে সুনীল কান্তি বোস বলেন, কলড্রপের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

তবে এমএনপি (মোবাইল নম্বর পোর্টবিলিটি) সেবা চালু হলে অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, যে অপারেটরে কম কলড্রপ থাকবে গ্রাহকরা সে অপারেটরে চলে যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।