গাইবান্ধা: বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বর ও কনেসহ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকালে অসুস্থদের মধ্যে প্রায় ৮০ জনকে পলাশবাড়ি, পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (১৯ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজরামপুর গ্রামের তবারক আলীর মেয়ে বিথীর সঙ্গে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের তিলকপাড়ার আবু হোসেনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়।
ওই বিয়ের অনুষ্ঠানে খাওয়া শেষে কনে নিয়ে বরযাত্রীরা ছেলের বাড়ি ফিরে আসেন। পরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর থেকে বর-কনেসহ অনেকেই পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হতে শুরু করেন।
মঙ্গলবার রাতে অসুস্থতা বেড়ে গেলে বুধবার সকালে অন্তত ৮০ জনকে পলাশবাড়ি, পীরগঞ্জ ও রমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতার আলম বাংলানিউজকে জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে বিয়েতে অংশগ্রহণকারীরা এভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআর