ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

রাজশাহী: রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে গোলাপী সড়ক শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতন ফোরামের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।



দিবসটি উপলক্ষ্যে মহানগরীর আলপুট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ক্যান্সার রোগীদের মধ্যে শতকরা ২৫ ভাগের বেশি স্তন ক্যান্সারে আক্রান্ত। স্তন ক্যান্সার বেশির ভাগ ক্ষেত্রেই ধরা পড়ে অনেক দেরিতে, চিকিৎসার সুযোগ তখন আর তেমন থাকে না। এ অবস্থা পরিবর্তনের জন্য রোগ নির্নয় ও চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশির প্রয়োজন ব্যাপক সচেতনতা।

পথসভায় বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, রাজশাহী ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস, কনসালটেন্ট ডা. জিল্লুর রহমান ও ক্যান্সার সাপোর্ট সেন্টারের প্রধান নির্বাহী রোকেয়া রুমী।

পরে স্তন ক্যান্সার সচেতনতায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।