ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অনুদানের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
গাজীপুরে অনুদানের চেক বিতরণ

গাজীপুর: স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্ষুদ্র জাতিসত্তার, নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম আলম।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাদী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ৬৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদাভুক্ত ২২৫ জনের মধ্যে ১১ লাখ ২৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে অসহায় দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।