গাজীপুর: স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্ষুদ্র জাতিসত্তার, নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম আলম।
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ৬৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদাভুক্ত ২২৫ জনের মধ্যে ১১ লাখ ২৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে অসহায় দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
আইএ