গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডা. এসএম সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/আরএ