ঝালকাঠি: ঝালকাঠি শহরের পালবাড়ি ও পোস্ট অফিস এলাকায় পৃথক দু’টি অভিযানে ৬৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম স্বপন, তার সহযোগী আবুল হোসেন, মো. জসিম ও স্থানীয় এক ভ্যানচালক মো. বাবুল।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বাংলানিউজকে বলেন, সকালে একটি ভ্যানগাড়িতে বেকারি খাবার নিয়ে শহরের পালবাড়ি এলাকায় অপেক্ষা করছিলেন ভ্যানচালক মো. বাবুল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ভ্যানগাড়িতে তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/টিআই