ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাড়ে চারশ হিন্দু বন্দির মধ্যে মহাষ্টমী’র প্রসাদ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রসাদ বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য আজ আনন্দের একটি দিন। পরিবারের সঙ্গে এই উৎসব পালন করার কথা আপনাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতির কারণে কারাগারেই দিন কাটাতে হচ্ছে। আমরা চাই, আপনারা অচিরেই মুক্তি পান। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, খুব শিগগির যেন পরিবারের সঙ্গে আপনাদের পুনর্মিলন ঘটে।
আইজি পিজন বলেন, আমি বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো ধর্মই অন্য ধর্মের ওপর কোনো মত চাপিয়ে দেয়নি। আমরা প্রত্যেকেই নিজ ধর্মানুসারে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। মন্দিরের পুরোহিতের পক্ষ থেকে আপনাদের জন্য দেবীর প্রসাদ নিয়ে এসেছি। আপনারা এই প্রসাদ খেয়ে প্রার্থনা করবেন, খুব শিগগির যেন আপনাদের মুক্তি মেলে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে কারাবন্দিদের জন্য দেবী মা’র প্রসাদ নিয়ে এসেছি। আপনারা এই প্রসাদ খেয়ে নিজেদের জন্য প্রার্থনা করবেন। কারাগারের অভিভাবক আইজি প্রিজনের জন্য প্রার্থনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক গোলাম হায়দার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর, জেলার মো. নেসার আলম, মহানগর সার্বজনীন পুজা কমিটির নেত্রী স্মৃতি কনা বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসজেএ/আরএইচ