ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে চারশ হিন্দু কারাবন্দির মধ্যে মহাষ্টমী’র প্রসাদ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
সাড়ে চারশ হিন্দু কারাবন্দির মধ্যে মহাষ্টমী’র প্রসাদ বিতরণ

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাড়ে চারশ হিন্দু বন্দির মধ্যে মহাষ্টমী’র প্রসাদ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রসাদ বিতরণ করা হয়।

বন্দি হয়েও হিন্দু ধর্মাবলম্বীরা যাতে দেবী দূর্গার সান্নিধ্য পেতে পারেন, এজন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে প্রসাদ পাঠানো হয়। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন তাদের হাতে এ প্রসাদ তুলে দেন।

এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য আজ আনন্দের একটি দিন। পরিবারের সঙ্গে এই উৎসব পালন করার কথা আপনাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতির কারণে কারাগারেই দিন কাটাতে হচ্ছে। আমরা চাই, আপনারা অচিরেই মুক্তি পান। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, খুব শিগগির যেন পরিবারের সঙ্গে আপনাদের পুনর্মিলন ঘটে।

আইজি পিজন বলেন, আমি বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো ধর্মই অন্য ধর্মের ওপর কোনো মত চাপিয়ে দেয়নি। আমরা প্রত্যেকেই নিজ ধর্মানুসারে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। মন্দিরের পুরোহিতের পক্ষ থেকে আপনাদের জন্য দেবীর প্রসাদ নিয়ে এসেছি। আপনারা এই প্রসাদ খেয়ে প্রার্থনা করবেন, খুব শিগগির যেন আপনাদের মুক্তি মেলে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে কারাবন্দিদের জন্য দেবী মা’র প্রসাদ নিয়ে এসেছি। আপনারা এই প্রসাদ খেয়ে নিজেদের জন্য প্রার্থনা করবেন। কারাগারের অভিভাবক আইজি প্রিজনের জন্য প্রার্থনা করবেন।

এসময় উপস্থিত ছিলেন কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক গোলাম হায়দার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর, জেলার মো. নেসার আলম, মহানগর সার্বজনীন পুজা কমিটির নেত্রী স্মৃতি কনা বিশ্বাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।