বকশীগঞ্জ, জামালপুর থেকে: বর্বরভাবে হত্যা করা হয়েছে হাতি দু’টিকে। পুরো ঘটনার সঙ্গে গ্রামের সব অধিবাসী জড়িত নয়।
গত শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামে বৈদ্যুতিক ফাঁদ পেতে নির্মমভাবে হত্যা করা হয় দু’টি বণ্য হাতিকে। এরপর হাতির দাঁতসহ বিভিন্ন অংশ কেটে নেওয়া হয়।
এরইমধ্যে হাতি দু’টির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলার ভেটেনারি সার্জন ডা. আশরাফুল আলম।
বুধবার দুপুরে তিনি বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তে নৃশংসতার প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্তবয়স্ক হাতি দু’টির একটি পুরুষ ও অন্যটি মাদি। সম্ভবত তারা জোড়া হাতি। মাদি হাতিটির স্তন পর্যন্ত কেটে নিয়েছে দুষ্কৃতকারীরা। সেখান থেকে অনেক রক্তক্ষরণ হয়।
তিনি আরও বলেন, শক্তিশালী ধারালো কোনো অস্ত্র দিয়ে দু’টি হাতিরই শুঁড়ের গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে। এছাড়াও কেটে নেওয়া হয়েছে বাম কান। দাঁতও কাটা হয়েছে একেবারে গোড়া থেকে। এসব জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাতি দু’টির খুব দ্রুত মৃত্যু হয়।
এছাড়াও একেবারে গোড়া থেকে লেজ কেটে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডা. আশরাফুল বলেন, হাতি দু’টির শরীরের যেসব অংশ থেকে বিভিন্ন অঙ্গ কাটা হয়েছে সেটা দেখে বলা যাবে না, আনাড়ি কোনো লোক শুঁড়, লেজ, দাঁত কেটেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএন/এএ
** হাতি তাড়ানোর প্রশিক্ষণ নেই মাখনেরচরবাসীর