বরিশাল: বর্ধিত ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রত্যাহারের দাবিতে ভূমিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি’।
বুধবার (২১ অক্টোবর) সকালে কমিটির নেতাকর্মীরা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জমায়েত হয়ে দাবির পক্ষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমিমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।
পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব মো. ফারুক শিকদার, যুগ্ম-আহবায়ক হাফেজ মো. নেছার উদ্দিন, আরিফুর রহমান মিরাজ, মো. মাসুদ চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভূমি মন্ত্রণালয় গত ৩০ জুন প্রজ্ঞাপনের মাধ্যমে বর্ধিত ভূমি উন্নয়ন করের (খাজনা) ঘোষণা দেয়। ১ জুলাই থেকে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। যেখানে জনগণের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
তারা বলেন, আগে যেখানে সাত টাকা খাজনা ছিলো, সেখানে এখন ৫০ টাকা খাজনা হয়েছে। ঘোষিত ভূমি উন্নয়ন কর বা খাজনা অধিকাংশ ক্ষেত্রে দ্বিগুণ, কিছু কিছু ক্ষেত্রে সাতগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই