ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সভাপতি ও কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের ছোট ভাই জাহাঙ্গীর আলমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কসবা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
বুধবার (২১ অক্টোবর) সকালে পৌর এলাকার খারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট আটটি মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি খারপাড়ায় নিজের বাড়িতে ফেরেন তিনি। খবর পেয়ে সকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, জাহাঙ্গীরকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/এসআই