গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী নির্যাতনকারী স্বামী শাহজাহানকে (৩৩) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে স্ত্রী রনজিনাকে (২৮) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহজাহান উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
বুধবার দুপুরে সরেজমিন হাসপাতালে দেখা যায়, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন নির্যাতিতা রনজিনা।
ভাঙা ভাঙা কণ্ঠে রনজিনা বাংলানিউজকে জানান, গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন শাহজাহান। একপর্যায়ে রনজিনার জিহ্বা ধরে টানা হেঁচড়া করতে থাকেন। এতে রনজিনার বাম পাশের গাল ছিঁড়ে যায়। এ সময় রনজিনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেয়।
হাসপাতালে মায়ের পাশে দাঁড়িয়ে থাকা শিশু জিহাদ (৬) ও জিমানের (৩) দিকে ইশারা করে রনজিনা বলেন, আমার নিষ্পাপ সন্তান দু’টোর কি হবে?
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, রনজিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে বুধবার সকালে শাহজাহানকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে বিকেল ৩টা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ