ঢাকা: রাজধানীর গাবতলীতে একটি মার্কেট থেকে নূরুল হোসেন ওরফে সবুজ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে দারুস সালাম থানার গাবতলী (বাগবাড়ি) মসজিদ মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নূরুল আলমের নাকে, মুখে ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এজেডএস/আরএইচ