নাটোর: নিখোঁজ হওয়ার একদিন পর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাহমুদা আক্তার মুন্নি (৭) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার উপলশহর গ্রামের বিলের পাশের একটি ধানক্ষেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
মাহমুদা আক্তার মুন্নি ওই গ্রামের গ্রাম্য পুলিশ লোকমান সরকারের মেয়ে ও একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মাহমুদা আক্তার মুন্নি বাজারে চুল কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মাহমুদাকে কোথাও পায়নি।
বুধবার সকালে উপলশহর গ্রামের বিলের পাশের একটি ধানক্ষেতের মধ্যে মাহমুদার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মুন্নির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করতে পারে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/আরএ