ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টিআইবি’র দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআইবি’র দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতা

ঢাকা: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৫ উপলক্ষে দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার (২১ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ‘দুর্নীতি ও এর নেতিবাচক প্রভাব’ বিষয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আলোকচিত্রীদের আহ্বান জানানো হচ্ছে। ছবিতে প্রতিযোগীর দৃষ্টিতে দুর্নীতির চিত্র অথবা দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে। ৫ নভেম্বর পর্যন্ত আলোকচিত্র পাঠানো যাবে।

প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, যে কোনো বয়স ও পেশার বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথম বিজয়ী তিনজনকে সনদ ও ক্রেস্টসহ যথাক্রমে ৫০, ৩০ ও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এছাড়া বিশেষ সম্মাননা হিসেবে মোট ২০টি আলোকচিত্রের জন্য প্রত্যেক প্রতিযোগীকে সনদসহ ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

একজন প্রতিযোগী ডিজিটাল  (জেপিইজি) ফরম্যাটে কমপক্ষে ৩২৬৪*২৪৪৮ পিক্সেল রেজুলেশন বিশিষ্ট প্রতিটি সর্বোচ্চ ২ মেগাবাইট সাইজের সর্বোচ্চ ৩টি ছবি পাঠাতে পারবেন।

মৌলিক এই আলোকচিত্র অন্য কোনো প্রতিযোগিতায় জমা দেওয়া হয়নি, অন্য কোথাও প্রকাশিত হয়নি এবং অন্যকে দিয়ে ধারণ করা হয়নি- এই মর্মে একটি অঙ্গীকারনামাও আলোকচিত্রের সাথে সংযুক্ত করতে হবে।

পরবর্তীতে অঙ্গীকারনামা অসত্য প্রমাণিত হলে উক্ত পুরস্কার বাতিল হবে এবং পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ, ক্রেস্ট ও সনদ টিআইবি’ কে ফেরত দিতে হবে।

সহিংসতা, বর্ণবাদ কিংবা অশ্লীল দৃশ্যের আলোকচিত্র বাতিল করা হবে।

প্রতিটি আলোকচিত্রের সঙ্গে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে একটি ক্যাপশনও দিতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে ধারণকৃত আলোকচিত্রও প্রতিযোগিতায় পাঠানো যাবে। প্রেরিত সব আলোকচিত্র টিআইবি সংরক্ষণ, প্রচার ও প্রদর্শনীতে ব্যবহার করতে পারবে।

আলোকচিত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র/শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অথবা পাসপোর্টের ফটোকপি, যোগাযোগের পূর্ণ ঠিকানা ও ফোন নম্বরসহ pc2015@ti-bangladesh.org ঠিকানায় পাঠাতে হবে।

সিডি/ডিভিডি করেও আলোকচিত্র পাঠানো যাবে এই ঠিকানায়- দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৫, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মাইডাস সেন্টার, লেভেল- ৪ ও ৫, বাড়ি- ০৫ সড়ক -১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।

এছ‍াড়া প্রতিযোগিতা বিষয়ে ৯১২৪৭৮৮-৮৯ , ৯১২৪৭৯২, ০১৭১১৪০৫১৪৮ নম্বরে ফোন এবং www.ti-bangladesh.org I www.facebook.com/TIBangladesh ভিজিট করে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।