ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে লাইসেন্স ও ফিটনেস না থাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে চলাচলকারী নয়টি বাসকে জরিমানা ও একটি বাস আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউতলি মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বাংলানিউজকে জানান, বাসের রেজিস্ট্রেশন, ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকায় নয় বাসমালিকের কাছ থেকে তিন হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ ঘটনায় পৃথক নয়টি মামলা করা হয়েছে।
এছাড়া এসময় সিগন্যাল না মানায় যমুনা পরিবহনের একটি বাস আটক করে সদর থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআই