ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭ দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বেতন-ভাতা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরিষদের হল রুমে বিক্ষোভ সমাবেশে করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা আহসানুল বাশার।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আ. মান্নান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. মালেক, সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা মমতাজুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন,পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এটি