ঝিনাইদহ: ঝিনাইদহের মকছেদ আলী (৬৭) নামে এক বৃদ্ধ প্রতিবন্ধীকে ব্যাটারি চালিত এক বিশেষ হুইল চেয়ার উপহার দিয়েছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বেলা দেড়টায় সদর থানা প্রাঙ্গণে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন বৃদ্ধ মকছেদ আলীর কাছে হুইল চেয়ারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) শাহীন উদ্দিন ও সেকেন্ড অফিসার আনিসুজ্জামান।
মকছেদ আলী সদর উপজেলার গান্না ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মান্দার আলীর ছেলে।
গত ১৪ অক্টোবর সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় হুইল চেয়ারে বসে রাস্তা পার হওয়ার সময় একটি বাস মকছেদ আলীকে ধাক্কা দেয়। এতে হুইল চেয়ারটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনিও আহত হন। এ খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর সদর থানা পুলিশ তাকে ব্যাটারি চালিত বিশেষ হুইল চেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই