ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কঙ্গোতে বাংলাদেশ বিমানবাহিনীর মেডেল প্যারেড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
কঙ্গোতে বাংলাদেশ বিমানবাহিনীর মেডেল প্যারেড

ঢাকা: কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টদের “জাতিসংঘ মেডেল প্যারেড” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কঙ্গোর শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার লে. জেনারেল কার্লোস আলবার্তো ডস সান্তোস ক্রুজ গত শুক্রবার (১৬ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

এয়ার কমডোর এম আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি কন্টিনজেন্টের ৩৫৭জন শান্তিরক্ষী অনুষ্ঠানে ফোর্স কমান্ডারের কাছ থেকে জাতিসংঘ মেডেল নেন।

এছাড়াও শান্তিরক্ষা অপারেশনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিটকে আনুষ্ঠানিকভাবে “ফোর্স কমান্ডার সাইটেশন” প্রদান করা হয়।

কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার এম আব্দুল আহাদ।

ছয়টি এমআই-১৭ হেলিকপ্টার, একটি সি-১৩০ পরিবহন বিমানসহ বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টরা এবছর জাতিসংঘ মিশন কঙ্গোতে শান্তিরক্ষায় মহান দায়িত্ব ও কর্তব্যের এক যুগ অতিবাহিত করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।