সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৭শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সার ও সরিষার বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা পরিচালক কৃষিবিদ চণ্ডীদাস কুণ্ডু ,উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাম্মত করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই।