ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
সুনামগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক উবায়দা খানমের আদালত বর্জন করেছেন আইনজীবীরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়।



পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে জানা যায়, সম্প্রতি সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক উবায়দা খানম বিচারপ্রার্থী ও আইনজীবীদের প্রতি অসদারণ ও অসৌজন্যমূলক ব্যবহার করেন। এর প্রেক্ষিতে সকাল ১০টা থেকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক উবায়দা খানমের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।  

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. মফছির মিয়া বাংলানিউজকে জানান, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে জেলা আইনজীবী সমিতির একটি রেজুলেশন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।