ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ধুনটে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার দুই হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গম, ভুট্টা, সরিষা, আলু চাষাবাদে উৎসাহ দেওয়ার লক্ষ্যে পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ধুনট উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।



এ উপলক্ষে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোলাম ছোবাহান, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসীন আলম প্রমুখ।

এসময় ধুনট উপজেলা কৃষি কার্যালয় থেকে প্রত্যেক গম চাষিকে ২০ কেজি বীজ ও ৩০ কেজি সার, ভুট্টা চাষিকে দুই কেজি বীজ ও ৩০ কেজি সার,  সরিষা চাষিকে এক কেজি বীজ ও ৩০ কেজি সার এবং আলু চাষিকে ৮০ কেজি বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।