লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের নো-ম্যান্স ল্যাণ্ডের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৬) গলিত মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে বিএসএফ।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হাতীবান্ধা উপজেলার পূর্ব সাড়ডুবী সীমান্তের নো-ম্যান্স ৮৯১ নম্বর আর্ন্তজাতিক মেইন পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে বিএসএফ।
প্রত্যক্ষদর্শী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্তের ধানক্ষেত দেখতে গিয়ে ওই কিশোরীর গলিত মরদেহ দেখতে পান কৃষকরা। মরদেহটি ভারতীয় সীমানায় পড়ে থাকায় বিষয়টি স্থানীয়রা বিজিবির মাধ্যমে বিএসএফকে জানায়।
মঙ্গলবার রাতে বিএসএফ ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা মাস খানেক আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ভারতীয় সীমান্ত পেরিয়ে নো-ম্যান্স এলাকায় হওয়ায় ওই কিশোরী বাংলাদেশি নাগরিকও হতে পারে বলে ধারণা করছেন সীমান্তবাসীরা।
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দোলাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, পতাকা বৈঠকে ওই সীমান্তে কোনো বাংলাদশি নারী নিখোঁজ আছে কি না, জানতে চাইলে বিজিবি খোঁজ নিয়ে বিএসএফকে জানিয়েছে কোনো নাগরিক নিখোঁজ নেই।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ