ঢাকা: আগামী ৫ নভেম্বর সুন্দরবন রক্ষায় সংহতি কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম মোর্চার সুন্দরবন রক্ষার রোড মার্চ ও প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
তিনি বলেন, সরকার সব কিছু অগ্রাহ্য করে ভারতীয় কোম্পানি এনটিপিসি’র এ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। যা দেশের প্রকৃতিকে ধ্বংস করবে।
প্রাকৃতিকভাবে একটি বন তৈরি হতে লাগে বহু বছর কিন্তু ধ্বংস করে দিতে সময় লাগে না বলেও মত দেন তিনি।
এ সময় বক্তারা বলেন, আমারা বিদ্যুৎ চাই তবে সুন্দরবন ধ্বংসের বিনিময়ে নয়। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প পথ আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, অধ্যাপক আবদুস সত্তার, হামিদুর রহমান নান্নু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এফবি/টিএইচ/আইএ