গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর রেল স্টেশন প্লাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রেললাইন পারাপারের সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনের নীচে কাটা পড়ে আহত হন ওই ব্যক্তি। স্টেশন এলাকায় নিয়োজিত নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, মুখে দাড়িওয়ালা নিহত ব্যক্তির পড়নে চেক লুঙ্গি ও সাদা গেঞ্জি ছিল।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আরএ