ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
রাজনগরে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।



রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে সুনামপুর এলাকার বাদবাজার খেয়াঘাটের পাশে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, নিহত ওই নারীর বয়স অনুমানিক ৩০ বছর হবে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ‍

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আলাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।