পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নানীর বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দীপা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর-কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দীপা উপজেলার তড়িয়া ইউনিয়নের ছাপরাঝাড় এলাকার ফরিদুল ইসলামের মেয়ে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস সামাদ বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে দীপা নানীর বাড়িতে বেড়াতে আসে। বিকেল থেকে দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি পুকুরে দীপার মৃতদেহ পাওয়া যায়।
পরিবারের লোকজনের ধারণা খেলার ছলে দীপা পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/আরএ