যশোর: যশোর জেলার ঢাকা-যশোর মহাসড়কের হুদুর মোড় এলাকায় কিংস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে জানান, যশোর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই