ফেনী: ফেনী পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনভূমিতে পরিণত হয়েছে ফেনীর বিভিন্ন পূজামণ্ডপ। এটি হিন্দু ধর্মালম্বীদের উৎসব হলেও এ উৎসবকে ঘিরে হিন্দু-মুসলমান সাবার মধ্যে প্রাণের স্পন্দন লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ফেনী শহরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফেনী হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অপার নিদর্শন। অতীতে এ জেলায় কখনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, ভবিষ্যতেও হবে না।
এ সময় উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র সাইফুর রহমান সাইফু, ফেনী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, ফেনীর সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
জেডএফ/টিআই