ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পশুর ৩৭ চামড়া উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বেনাপোলে পশুর ৩৭ চামড়া উদ্ধার

বেনাপোল (যশোর): পাচারের সময় বেনাপোল চেকপোস্টে নাদিম আজমল (৪২) নামে এক ভারতীয় নাগরিকের বিশাল আকৃতির এক ব্যাগ থেকে গরু, মহিষ ও ছাগলের ৩৭টি চামড়া উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এসব চামড়া উদ্ধার করা হয়।

তবে এ সময় পাচারকারী ওই ভারতীয় পাসপোর্টধারীকে (জে-০১৩৭৪৩২) ছেড়ে দিয়েছে বিজিবি।

২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ভারতে প্রবেশের সময় নাদিম আজমলকে সন্দেহ হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে চামড়াগুলো উদ্ধার করা হয়েছে।

গুরু-মহিষ ও ছাগলের উদ্ধারকৃত ৭৩টি চামড়া বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।