বেনাপোল (যশোর): পাচারের সময় বেনাপোল চেকপোস্টে নাদিম আজমল (৪২) নামে এক ভারতীয় নাগরিকের বিশাল আকৃতির এক ব্যাগ থেকে গরু, মহিষ ও ছাগলের ৩৭টি চামড়া উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এসব চামড়া উদ্ধার করা হয়।
২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ভারতে প্রবেশের সময় নাদিম আজমলকে সন্দেহ হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে চামড়াগুলো উদ্ধার করা হয়েছে।
গুরু-মহিষ ও ছাগলের উদ্ধারকৃত ৭৩টি চামড়া বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই