ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের কলমেশ্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাহিমা আক্তার (১৬) নামে গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কর্মস্থলে যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।



নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাহারুল আলম জানান, সকালে ফাহিমা তার কর্মস্থল পশরী সুয়েটার কারখানায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে অজ্ঞাতনামা পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এসআই।

তিনি বলেন, নিহত ফাহিমা তার স্বামীসহ স্থানীয় কলমেশ্বর (মালেকের বাড়ি) এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
 
নিহত ফাহিমা নেত্রকোনার মদন উপজেলার বাশরী এলাকার সোহেল রানার স্ত্রী।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।