কক্সবাজার থেকে: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পের ইনানী বড় খাল এবং ছোট খাল নামে দুটি সেতু উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় প্রথমে বড়খাল ও পরে ছোট খাল সেতু উদ্বোধন করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এসডব্লিউডিও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওয়াহাব, প্রকল্প কর্মকর্তা মেজর মাহবুবুর রহমান খান।
বাংলাদেশ সরকারের অর্থায়নের সেনাবাহিনীর ১৬ ইসিবির এ প্রকল্প বাস্তবায়ন করেছে।
ইনানী বড় খাল সেতুর দৈর্ঘ্য ৪৪. ০২ মিটার এবং ছোট খাল সেতুর দৈর্ঘ্য ৩১.৮৪ মিটার। বড়খাল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৩৭ লাখ ২৬ হাজার এবং ৬ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।
সেতু দুটি কক্সবাজার-টেকনাফের মধ্যে পর্যটকদের যাতায়াতে আরও সহজ করবে বলে মত সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ