বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে অস্ত্র ও গুলিসহ মোহন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টায় শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল উত্তরপাড়া থেকে তাকে আটক হয়।
তিনি যশোর সদরের খোলাডাঙ্গা গ্রামের মোকাররম আলীর ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে শার্শার সীমান্তের একটি বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্র দেওয়া-নেওয়া করছে। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোহন নামে একজনকে আটক করে। পরে তার কোমর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে শার্শা থানায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। ।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ