গাজীপুর: শ্রীপুরে লেগুনার চাপায় ফাইজুদ্দিন ফরাজী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাইজুদ্দিন ফরাজী কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের মৃত সুরুজ আলী ফরাজীর ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছাত্তার জানান, যাত্রীবাহী একটি লেগুনা শ্রীপুর থেকে গোসিঙ্গা যাওয়ার পথে কর্ণপুর বাজারে একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী ফাইজুদ্দিন ফরাজী নিহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে বলে জানান আব্দুছ ছাত্তার।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘন্টা, ২৩ অক্টোবর, ২০১৫
আরএইচ