ঢাকা: ‘ছিলাম ঢাকা থাকবো ঢাকা’ ঘুরবে একদিন ভাগ্যের চাকা। জাগো জাগো শরীয়তপুর, যাবো না ফরিদপুর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবে এমন স্লোগানে মানববন্ধন করে প্রভাতী যুব সংঘ, আলোকিত শরীয়তপুর যুব সংঘসহ বেশ কয়েকটি সংগঠন।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আলোকিত শরীয়তপুর যুব সংঘের আহ্বায়ক ডা. আনোয়ার ফরাজী বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব ৬৯ কিলোমিটার, আর ফরিদপুরের দূরত্ব ১০৩ কিলোমিটার। ফরিদপুর বিভাগ হোক তা আমরা চাই, তবে আমাদের (শরীয়তপুর) স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়। স্বাভাবিক ও সঙ্গত কারণে আমরা ঢাকা বিভাগে থাকতে চাই।
সংগঠনের সদস্য সচিব মনিরুজ্জামান মানববন্ধনে বলেন, প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুর জেলাও থাকছে, এমন তথ্য জানার পর ২৭ সেপ্টেম্বর থেকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামি। সেদিন জেলা প্রসাশক মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি। আজ মানবন্ধন করছি। আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা যে কোনো মূল্যে ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চাই।
এসময় শরীয়তপুর সদর, নড়িয়া, ডমুড্যাসহ বিভিন্ন উপজেলার ছাত্র-যুব ও নানা শ্রেণিপেশার মানুষ এ আন্দোলনে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসইউজে/বিএস