ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
রাজশাহীতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

রাজশাহী: পরকীয়ায় বাধা দেওয়ায় রাজশাহীর দুর্গাপুরে রওশন আরা (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার পাষণ্ড স্বামী।   এ ঘটনায় ঘাতক স্বামী আমজাদ আলীকে আটক করেছে পুলিশ।



শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার সাহাবজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রওশন আরা ওই গ্রামের আবু বাক্কারের মেয়ে। স্বামী আমজাদ আলীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রায় ৭ বছর আগে নরসিংদী জেলার আবদুল বাতেনের ছেলে আমজাদ আলীর সঙ্গে রওশন আরার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন আমজাদ আলী।
 
নিহত রওশনের মা সেলিনা বেগমের বরাত দিয়ে ওসি পরিমল জানান, তিন বছর থেকে ঢাকায় একটি মেয়ের সঙ্গে আমজাদের পরকীয়ার সম্পর্ক চলছে।

প্রায়ই মোবাইল ফোনে ওই মেয়ের সঙ্গে তার কথা হতো। এমনকি মাঝে মাঝে ঢাকায় মেয়েটির সঙ্গে দেখা করতেও যেতেন রাজীব। বিষয়টি জানার পর থেকেই রওশন এর প্রতিবাদ করেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

তিনি বলেন, প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার ঢাকা যেতে চাইলে রওশন আমজাদকে বাধা দেন। ‍এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্রবার ভোরে নিজ ঘরে বালিশ চাপা দিয়ে রওশনকে হত্যা করা হয় বলে তার মা  বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, হত্যার বিষয়টি বুঝতে পেরে ওই দম্পতির নয় বছরের ছেলে রাশেদুল ইসলাম কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা গিয়ে আমজাদকে আটক করে।

পরে পুলিশে খবর দিলে আমজাদকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
 
ওসি পরিমল বলেন, আমজাদকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।