ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুর: পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরে দাদা-নাতিসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জেলার কাপাসিয়া, সিটি করপোরেশন এলাকায় ও শ্রীপুরে দুর্ঘটনাগুলো ঘটে।



নিহতরা হলেন, কাপাসিয়ার তরগাঁও এলাকার হোটেল ব্যবসায়ী আলী আকবর (৬০) ও তার নাতি হৃদয় হোসেন ওরফে লোকমান (১৭), গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় সোয়েটার কারখানার শ্রমিক ফাহিমা আক্তার (১৬) এবং কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের ফাইজুদ্দিন ফরাজী (৫৫)।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুদ্দোজা জানিয়েছেন, সকাল পৌণে ১০টার দিকে আমরাইদ বাজার থেকে আলী আকবর ও তার নাতি লোকমান মাংস কিনে মোটরসাইকেলে করে কাপাসিয়া বাজারে তাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হন। পথে তরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়। এলাকাবাসী ভ্যানটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়।

ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-কিশোরগঞ্জ সড়কটি অবরোধ করে। পরে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে ফের যান চলাচল শুরু হয় বলে জানান মো. মঞ্জুদ্দোজা।

এদিকে, নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাহারুল আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিমা আক্তার তার কর্মস্থল গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার পশমী সোয়েটার কারখানায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত ফাহিমা আক্তার নেত্রকোনার মদন উপজেলার বাশরী এলাকার সোহেল রানার স্ত্রী। স্বামীসহ তিনি স্থানীয় মালেকের বাড়ি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মো. বাহারুল আলম।
 
অপরদিকে, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছাত্তার জানান, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি লেগুনা গাজীপুরের শ্রীপুর বাজার থেকে গোসিঙ্গা যাওয়ার পথে কর্ণপুর বাজারে একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী ফাইজুদ্দিন ফরাজী নিহত হন।

নিহত ফাইজুদ্দিন কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের মৃত সুরুজ আলী ফরাজীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান আব্দুছ ছাত্তার।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।